নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি। নগর একাউন্ট খোলার নিয়ম 2023

 আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। 


আপনি আপনার ফোনে নগদ একাউন্ট খুলতে চান.? নগদ একাউন্ট দুইভাবে খোলা যায় 

১) নগদ অ্যাপ এর মাধ্যমে। 

২) *১৬৭# ডায়াল করার মাধ্যমে। 


নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি। নগর একাউন্ট খোলার নিয়ম 2023

নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি। নগর একাউন্ট খোলার নিয়ম 2023



নগদ একাউন্ট খুলতে যে সমস্ত জিনিস একান্ত প্রয়োজন 

  1. Nid কার্ড থাকা।
  2. একটি ফোন নাম্বার যা দ্বারা আগের নগদ একাউন্ট খোলা হয়নি। 
  3. যে সিমে আপনি একাউন্ট খুলবেন সেটি আপনার ফোনে থাকা। 
  4. যে ফোন দিয়ে আপনি একাউন্ট খুলবেন সেই ফোনের ক্যামেরা ভালো থাকা। 
  5. যে ব্যক্তির ভোটার আইডি কার্ড দিয়ে একাউন্ট খুলবে সে নিজে উপস্থিত থাকতে হবে। 


নগদ হল বর্তমান বাংলাদেশ লেনদেন সংক্রান্ত মোবাইল ব্যাংকিং সেবা কোন খরচ ছাড়াই মোবাইল রিচার্জ, কারেন্ট বিল সহ অনেক সেবা নেওয়া যায়। আপনি এই পোস্টে জানতে পারবেন নগর দ্বারা কি কি সেবা নিতে পারবেন এবং নগদ একাউন্ট কিভাবে খুলবেন.? 

নগদ একাউন্ট নিজের ঘরে বসে নিজের ফোন ধারায় খোলা যায়। অথবা আপনার এলাকায় যে কোন নগদ পয়েন্টে  গিয়ে নগদ একাউন্ট খোলা যায়। 

আসুন আমরা জেনে আসি নগদ একাউন্টে কি কি সুবিধা এবং সেবা নেওয়া যাবে


  1. সর্বনিম্ন নগদ ক্যাশ একাউন্ট চার্জ। 
  2. মোবাইল রিচার্জ অফার ও পেমেন্ট অফার। 
  3. ফ্রিতে সেন্ট মারি। 
  4. গ্যাস বিল। 
  5. বিদ্যুৎ বিল। 
  6. পানি বিল সহ অনেক ধরনের বিল আপনি ফ্রিতে পেমেন্ট করতে পারবেন। 
  7. নগদ একাউন্ট খোলা মাত্রই আপনি ২০ টাকা রিচার্জে ২০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। 


নগদ একাউন্ট কিভাবে খুলে। 


নগদ অ্যাকাউন্ট খুলতে হলে প্রথম আপনাকে যেতে হবে ফোনে play store app এ তারপর আপনাকে ডাউনলোড করতে হবে Nogad app,তারপর আপনি app ওপেন করলে দেখতে পাবেন রেজিস্ট্রেশন করুন। তারপর আপনি আপনার ফোন নাম্বার দিবেন। এরপর আপনি এনআইডি কার্ডের সামনে ও পিছনের ছবি দিবেন। তারপর আপনি একটি পিকচার দেবেন আপনার নিজের ছবি তুলে। সর্বশেষ আপনি আপনার গোপন পিন নাম্বারটি দিবেন। তাহলে আপনি নগদ একাউন্ট খুলতে পারবেন। 


Nagad app থেকে একাউন্ট খোলার নিয়ম। পিক সহ দেখিয়ে দিচ্ছি।


নগদ অ্যাপ দিয়ে নিজে নিজে নগদ একাউন্ট খোলা খুবই সহজ আপনি যদি আমার নিজের লেখাগুলো ফলো করেন তাহলে আপনি নিজে নিজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। 

চলুন সরাসরি আমরা প্রাকটিক্যাল শিখেনি নিচে দেওয়া পিক গুলো আপনি অনুসরণ করুন। 


নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি। নগর একাউন্ট খোলার নিয়ম 2023



প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে ওপেন করার পরে রেজিস্ট্রেশন নামক বাটন অথবা নতুন অ্যাকাউন্ট খুলুন বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে অনেকগুলো শর্ত চলে আসবে ওগুলো পরে আপনি ওটাকে ক্লিক করে সাবমিট করে দিবেন । 



নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি। নগর একাউন্ট খোলার নিয়ম 2023



তারপর আপনি মোবাইল নাম্বারে স্থানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। পরবর্তীতে ক্লিক করবেন। আপনি যে সিম দিয়ে খুলবেন সিমটি কোন কোম্পানি সেটি আপনি এখানে সিলেট করে দিবেন। 



নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি। নগর একাউন্ট খোলার নিয়ম 2023



এরপর আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি চাইলে আপনি আপনার জাতীয় পত্রের সামনে এবং পেছনের ছবি দিবেন।তারপর পরবর্তীতে ক্লিক করবেন। দেখবেন আপনার সামনে অটো চলে আসবে আপনার সমস্ত ঠিকানা। 



নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি। নগর একাউন্ট খোলার নিয়ম 2023



এরপর আপনার কিছু ব্যক্তিগত তথ্য যোগ করতে হবে। আপনি পুরুষ না মহিলা। কোন উদ্দেশ্যে আপনি একাউন্ট খুলছেন। আপনার পেশা কি। মুনাফা গ্রহীত একাউন্ট কিনা.? এগুলো সবগুলো টিক দিয়ে আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন। তারপর আপনার ছবি চাবে। তার নিচে আপনি কতগুলো শর্ত দেখতে পাবেন। তারপর আপনি আপনার ছবি এ জায়গায় তুলে দিবেন। তবে লক্ষ্য করবেন ছবি দেওয়ার সময় আপনার চোখে যেন চশমা না থাকে। 



নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি। নগর একাউন্ট খোলার নিয়ম 2023



এরপর আপনার ছবিটি তারা নিবে। তারপর আপনার সামনে স্বাক্ষর নামে একটি পেজ চলে আসবে। ওখানে আপনি ডিসপ্লের উপর হাত দ্বারা স্বাক্ষর করবেন। তবে উপরে কিছু লেখা আছে লেখা গুলো পড়ে আপনি এখানে টিক চিহ্ন অন করে দিবেন। তারপর আপনি পরবর্তীতে ক্লিক করে দিবেন। 



নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি। নগর একাউন্ট খোলার নিয়ম 2023



এরপর আপনি আপনার সমস্ত ঠিকানা যাচাই করে নিন সবকিছু ঠিক আছে কিনা কেননা এখানে যদি ভুল থাকে পরবর্তী তার সংশোধন করা যাবে না । এরপর আপনার ফোনে একটি কোড চলে আসবে আপনার সিমে সে কোডটি এখানে অটোমেটিক বসে যাবে। 



নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি। নগর একাউন্ট খোলার নিয়ম 2023



এরপর কিন্তু আপনার কাছে চলে আসবে একটি পিন দেওয়ার অপশন। এখানে প্রথমে আপনি একটি পিন বসাবেন। ঠিক এই তিনটি আপনি নিজে আবার বসাবেন। তবে মনে রাখবেন আপনার পিন অন্য কেউ যেন না জানে। তারপর আপনি সাবমিট করে দেবেন। তাহলে কিন্তু আপনার নগদ একাউন্ট খোলা হয়ে যাবে। 


জরুরি কথাঃ

প্রথমত আপনার নগদ পাসওয়ার্ড বা পেন্টি অন্য কাউকে দিবেন না। 

যদি এমন হয় অন্য কেউ আপনাকে ফোন দিয়ে বলবে আপনার পাসওয়ার্ড টি দিন তাহলে আপনি মনে করবেন এরা প্রতার । এদের কাছে কখন আপনি আপনার পাসওয়ার্ড দিবেন না। 


তো প্রিয় বন্ধুগণ ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 


tag


নগদ একাউন্ট খোলার পদ্ধতি,নগদ একাউন্ট খোলার পদ্ধতি apps দিয়ে,নগদ একাউন্ট খোলার পদ্ধতি বাটন ফোন,নগদ একাউন্ট খোলার নিয়ম 2023,কিভাবে নগদ একাউন্ট খুলব,নগদ,নগদ একাউন্ট খোলার নিয়ম,নগদ একাউন্ট খোলার নিয়ম,ছবি এবং ভোটার আইডি ছাড়াই নগদ একাউন্ট খোলার পদ্ধতি,নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৩,নগদ একাউন্ট খোলার পদ্ধতি বাটন ফোনে,নগদ একাউন্ট খোলার পদ্ধতি apps 2022,কিভাবে নগদ একাউন্ট করব,নগদ একাউন্ট,নগদ একাউন্ট দেখার নিয়ম,নগদ একাউন্ট খোলার সহজ পদ্ধতি


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post