নারীর ফরজ গোসলের নিয়ম। নারীর,মেয়েদের,মহিলাদের ফরজ গোসলের নিয়ম

নারীর ফরজ গোসলের নিয়ম। নারীর,মেয়েদের,মহিলাদের ফরজ গোসলের নিয়ম
নারীর ফরজ গোসলের নিয়ম। নারীর,মেয়েদের,মহিলাদের ফরজ গোসলের নিয়ম

নারীর ফরজ গোসলের নিয়ম


ইসলামের দ্বিনের সঠিক বুঝ না থাকার কারণে অনেক নারী এবং তরুণীরা ফরজ গোসলের নিয়ম জানেনা। এই ফরজ গোসলের নিয়ম না জানার কারণে যেন-তেন অবস্থায় গোসল করে থাকে। এভাবে গোসল করার কারণে তাদেরকে নাপাকি অবস্থায় থাকতে হয়। এ ক্ষেত্রে দেখা যায় যে এই নাপাকি অবস্থায় তারা এবাদত করে থাকে।  যা ঈমানের ক্ষেত্রে অত্যন্ত ভয়ানক ব্যাপার।  কাজেই আমাদেরকে এ থেকে উত্তরণ হওয়া উচিত।নারীর,মেয়েদের,মহিলাদের ফরজ গোসলের নিয়ম

ফরজ গোসল ও তার সঠিক নিয়ম 


দ্বী‌নের  বুঝ  না  থাকায়  আজ  ঈমানদার  পুরুষ  ও  রমনীরা  ফরজ  গোসলের  নিয়ম   জা‌নে   না ।  ফ‌লে   তারা
নাপাক  অবস্থায়  ইবাদত  কর‌তে  থা‌কে  ।  নাপাক  অবস্থায়  জীবন  যাপন কর‌তে
থা‌কে  ।  ফ‌লে  তা‌দের  ইবাদত
কবুল   হয়না  ।এটা ঈমানের ক্ষেত্রে চরম ভয়ানক ব্যাপার।   কা‌জেই  সাবধান  হওয়া উচিৎ  ।

নারীর ফরজ গোসলের কারণ


ক) স্বপ্নদোষ কিংবা উত্তেজনবশত বীর্যপাত হলে। 

খ) নারী পুরুষের মিলন হলে সাই বীর্যপাত হোক আর না হোক। 

গ) তরুণীদের হায়েস হলে। 

ঘ) নেফাস অর্থাৎ সন্তান প্রসবের পর রক্তক্ষরণ হলে গোসল ফরজ হয়। 

ঙ) অন্য কোন ধর্মের নারী ইসলাম গ্রহণ করলে  অর্থাৎ নব্য মুসলিম হলে। এই বিষয়ে এখতেলাব রয়েছে। মহিলাদের ফরজ গোসলের নিয়ম,

নারীর বা মহিলাদের গোসলের ফরজ তিনটি 


১। কুলি করা রোজাদার না হলে গরগরা করা। 

২। ভালো মত নাগ পরিষ্কার করা যাতে করে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায়। 

৩।  সমস্ত শরীর ভালোভাবে ধৌত করাযাতে করলে শরীরের কোন অংশ পানি পৌঁছানো বাকি না থাকে। 

উপরের বর্ণিত তিনটি কাজ করলেই গোসল হয়ে যাবে।  তবে গোসলের কিছু গুরুত্বপূর্ণ সুন্নতি তরিকা রয়েছে,  যদি সুন্নতি তরিকাগুলো ফলো করে গোসল করা হয় তাহলে তা এবাদত হিসেবে গণ্য হবে।নারীর,মেয়েদের,মহিলাদের ফরজ গোসলের নিয়ম

নারীর,মেয়েদের,মহিলাদের ফরজ গোসলের নিয়ম


 গোসল  করার  সুন্নাত  তরীকা  ।

(১)  গোস‌লের  শুরু‌তে  বিস‌মিল্লা‌হির  রহমা‌নির রাহীম  পড়া   ।
(২)   প‌বিত্রতা  অর্জ‌নের  জন্য  গোসল   কর‌ছি  ম‌নে  ম‌নে  এ  নিয়ত  করা  ।  
(৩)প্রথমে দুই হাত কব্জি পর্যন্ত তিনবার  ধুতে হবে।  (  বুখারী  শরীফ  ) ।
(৪)  অতঃপর   ডানহা‌তে  পা‌নি  নি‌য়ে  নাপাকীর  স্থান  তথা   লজ্জাস্থান   বাম  হাত  দিয়া  তিনবার   ধু‌তে  হ‌বে  ।.  শরীরের অন্য কোন জায়গায় বীর্য বা নাপাকি লেগে থাকলে সেটাও ধুতে হবে।(  মুস‌লিম)  ।

(৫) এবার বামহাতকে ভালো করে ধুইয়ে  ফেল‌তে  হবে  ।মহিলাদের ফরজ গোসলের নিয়ম,


(৬) এবার  অামরা  যেভা‌বে ওজু  ক‌রি  সেভা‌বে   অযু   কর‌তে  হ‌বে   ।   ( মা'য়া‌রিফুল  হা‌দিস)  ।
 (৭)  ওজু শেষে মাথায় তিনবার পানি ঢালতে হবে।  (  বুখারী)   ।
 (৮)  অতঃপর  ডান  কাঁ‌ধে  তিনবার  পা‌নি  ঢালতে  হ‌বে  ।     
(৯) তারপরে    বাম  কাঁ‌ধে   তিনবার  পানি ঢাল‌তে  হ‌বে ( শামী)   ।   অতঃপর ড‌লে  ড‌লে  সমস্ত শরী‌তে  পা‌নি  পৌছা‌তে  হ‌বে যা‌তে  শরী‌রের  কোন   লোমই শুকনা  না থাকে।   নাভি, বগল ও অন্যান্য কুঁচকানো জায়গায় পানি  পৌঁছা‌তে   হবে    ।
১০ সব  শেষে  গোস‌লের  জায়গা  হ‌তে  একটু অন্য জায়গায় সরে গিয়ে দুই পা   ভালোভাবে ধুতে হবে। (  বুখারী  ,  মুসলীম ,  নাসায়ী,  শামী  )  ।নারীর,মেয়েদের,মহিলাদের ফরজ গোসলের নিয়ম

অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে মহিলাদের সমস্ত চুল গুলো ভালোমতো ভিজে যায়। এই তরিকায় গোসল করার পরে নতুন করে আর অজু করার প্রয়োজন নেই গোসল শেষে তারা নামাজ আদায় করতে পারবে। আল্লাহ সুবাহানাতালা আমাদেরকে কুরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন আমীন।

পিরিয়ডের পর ফরজ গোসলের নিয়ম,নারীর ফরজ গোসলের নিয়ম,মেয়েদের ফরজ গোসলের নিয়ম,ফরজ গোসলের নিয়ম,নারী - ফরজ গোসল ও তার সঠিক নিয়ম,মহিলাদের ফরজ গোসলের নিয়ম,

1 Comments

Post a Comment

Post a Comment

Previous Post Next Post