আগামী বছরের শুরুর দিকে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর মাঠে গড়াবে। এ জন্য বেশ আগে থেকেই দল গোছানো শুরু করেছে অংশগ্রহণকারী ৭ দল। এবার জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফট।
এবারের আসরের প্লেয়ার্স ড্রাফটে সাতটি ক্যাটাগরিতে দেশি ক্রিকেটার ছিলেন ২০৩ জন। আর পাঁচ ক্যাটাগরিতে ৪৪৮ জন বিদেশি ক্রিকেটার নাম লেখান নিলামে। সেখান থেকে বেছে নিয়ে দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এবার একনজরের দেখে নেওয়া যাক বিপিএলের দশম আসরে ৭ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড কেমন হলো:
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স 2024 পূর্ণাঙ্গ স্কোয়াড
রিটেইন ও ডিরেক্ট সাইনিং : লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, মোহাম্মদ রিজওয়ান, সুনীল নারাইন, তাওহিদ হৃদয়, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নুর আহমেদ, নাসিম শাহ, রশিদ খান।
স্কোয়াড দেখে বোঝা যায় সেমিফাইনালে কুমিল্লা, রংপুর, বরিশাল এই তিনটা যাওয়ার চান্স বেশি বাকি চট্টগ্রাম, খুলনা এর থেকে যেকোনো একটা যেতে পারে। বাকিটা সময় আসলে বোঝা যা
ড্রাফট : মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, রাকিম কর্নওয়াল, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, এনামুল হক।
বিপিএলে রংপুর রাইডার্স 2024 পূর্ণাঙ্গ স্কোয়াড
রিটেইন ও ডিরেক্ট সাইনিং : নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, হাসান মাহমুদ, আজমাতউল্লাহ ওমরজাই, নিকলাস পুরান, সাকিব আল হাসান, বাবর আজম, এহসানউল্লাহ, মাথিশা পাথিরানা, ব্রেন্ডন কিং, ওয়ানিন্দু হাসারাঙ্গা।
রংপুর, কুমিল্লা, বরিশাল এই তিনটা খুব স্ট্রং টিম। সবচেয়ে দুর্বল ঢাকা। বরিশালের প্রতি আলাদা টান থাকবে,,,,, কারণ তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মিরাজ আছে। তবে চাই রংপুর চ্যাম্পিয়ন হোক।
ড্রাফট : রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মিশেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হায়দার, ফজলে রাব্বি, আশিকুজ্জামান।
বিপিএলে দুর্দান্ত ঢাকা 2024 পূর্ণাঙ্গ স্কোয়াড
রিটেইন ও ডিরেক্ট সাইনিং :তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, চতুরঙ্গা ডি সিলভা, সায়েম আইয়ুব, উসমান কাদির।
ঢাকা আর চট্টগ্রাম দুই দলকে ভিজায় রাখেন যদি ফুলে উঠে,তাহলে ফাইনাল এই দুইদল খেলতে পারে😀ঢাকাই কি ভালো মানের প্লেয়ার কিনার মতো সামর্থ্য ছিলো না???
ড্রাফট : সাইফ হাসান, ইফরান শুক্কুর, আলাউদ্দিন বাবু, মেহরব হোসেন, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, মোহাম্মদ নাঈম, সাব্বির হোসেন, জসিমউদ্দিন।
বিপিএলে ফরচুন বরিশাল 2024 পূর্ণাঙ্গ স্কোয়াড
রিটেইন ও ডিরেক্ট সাইনিং : মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিত ভেল্লালাগে।
কুমিল্লা আর বরিশাল,, ফাইনাল খেলবে এইবার মোগো বরিশাল কাপ নিয়া আইবো।
ড্রাফট : মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক ক্যারিয়াহ, কামরুল ইসলাম, প্রিতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ, দিনেশ চান্ডিমাল।
বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 2024 পূর্ণাঙ্গ স্কোয়াড
রিটেইন ও ডিরেক্ট সাইনিং : শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, শহীদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকিনাজি।
ড্রাফট : তানজিদ হাসান তামিম, আল আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন, সালাউদ্দিন শাকিল।
বিপিএলে খুলনা টাইগার্স 2024 পূর্ণাঙ্গ স্কোয়াড
রিটেইন ও ডিরেক্ট সাইনিং : নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, এনামুল হক, এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনাঞ্জয়া ডি সিলভা, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
ড্রাফট : আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন, হাবিবুর রহমান, কাসুন রাজিতা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম, আকবর আলী, সুমন খান।
বিপিএলে সিলেট স্ট্রাইকার্স 2024 পূর্ণাঙ্গ স্কোয়াড
রিটেইন ও ডিরেক্ট সাইনিং : মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান, নাজমুল হোসেন, রায়ান বার্ল, বেন কাটিং, হ্যারি টেক্টর।
ড্রাফট : মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান, আরিফুল হক, ইয়াসির আলী, রিচার্ড এনগারাভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম, শফিকুল ইসলাম, নাঈম ইসলাম, জাওয়াদ রোয়েন, সালমান হোসেন।
bpl 2024,বিপিএল 2024,bangladesh premier league 2024,বিপিএল নবম আসরে ৭ দলের চূড়ান্ত স্কোয়াড,বিপিএল ২০২৪ ৭ দলের সম্ভাব্য শক্তিশালী স্কোয়াড,বিপিএল ২০২৪ সিলেট দলের স্কোয়াড,বিপিএল ২০২৪ ঢাকা দলের স্কোয়াড,বিপিএল ২০২৪ রংপুর দলের স্কোয়াড,বিপিএল ২০২৪ খুলনা দলের স্কোয়াড,বিপিএল ২০২৪ সবগুলো দলের স্কোয়াড,বিপিএল ২০২৩ সবগুলো দলের স্কোয়াড,বিপিএল ২০২৪ বরিশাল দলের স্কোয়াড,বিপিএল,বিপিএল ২০২৪ কুমিল্লা দলের স্কোয়াড,বিপিএল ২০২৪ চট্টগ্রাম দলের স্কোয়াড,বিপিএলের সময়সূচি,বিপিএল ২০২৪
Post a Comment